![]() |
এস. এ. চৌধুরী ইনস্টিটিউটএকটি আদর্শ আধুনিক ইসলামিক কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
গুলআহম্মদ, মছজিদ্দা (৪৩১৪), সীতাকুণ্ড, চট্টগ্রাম। 01794769999 |
---|

সূত্রঃ | তারিখঃ |
---|
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
বিধি মোতাবেক সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী এস. এ. চৌধুরী ইনস্টিটিউটে জরুরী ভিত্তিতে সহকারী শিক্ষক পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। নিম্নোক্ত বিষয়ে অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীগণকে প্রধান শিক্ষক বরাবর আবেদন করার আহবান করা হচ্ছে।
ক্র. | পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | সম্মানী |
০১ | সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা কাম অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর | ০১ | স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী | আলোচনা সাপেক্ষে |
আবেদনের শর্তাবলী ও অভিজ্ঞতাঃ
১) কমপক্ষে ০২(দুই) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
২) বি.এড থাকলে অথবা IIUC এর শিক্ষার্থী হলে অগ্রাধিকার প্রদান করা হবে।
৩) আগ্রহীদের স্ব—হস্তে লিখিত আবেদনপত্র, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরফর্দের সত্যায়িত অনুলিপিসহ সভাপতি/প্রধান শিক্ষক বরাবর প্রেরণ করতে হবে।
৪) আবেদন কপি ইমেইলেও প্রেরণ করা যাবে। ইমেইল: sacikumira@gmail.com
৫) আবেদন প্রেরণের শেষ তারিখ ১৫/০২/২০২৩ইং।
আবেদনপত্র পৌছানোর ঠিকানা:
সভাপতি/প্রধান শিক্ষক
এস. এ. চৌধুরী ইনস্টিটিউট
গুল আহম্মদ, মছজিদ্দা (ওয়ার্ড—০২), কুমিরা সীতাকুণ্ড, চট্টগ্রাম।
This is System generated,No need to seal and signature.
Powered By Instiute Management Software Solution( ✆ +8801817241707 )