![]() |
এস. এ. চৌধুরী ইনস্টিটিউটএকটি আদর্শ আধুনিক ইসলামিক কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
গুলআহম্মদ, মছজিদ্দা (৪৩১৪), সীতাকুণ্ড, চট্টগ্রাম। 01794769999 |
---|

সূত্রঃ | তারিখঃ |
---|
নোটিশ-৮
সম্মানিত শিক্ষক ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
এতদ্বারা এস. এ. চৌধুরী ইনস্টিটিউট ও ওমর ফারুক (রা:) মাদ্রাসা এর সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে, ১৬/০৩/২০২৩ইং, রোজ রবিবার থেকে ৩০/০৪/২০২৩ইং রোজ রবিবার পর্যন্ত পবিত্র রমজান, শবে-ক্বদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর উপলক্ষে এবং ০১/০৫/২০২৩ইং রোজঃ সোমবার ”মহান মে দিবস” উপলক্ষে ইনস্টিটিউটের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ০২/০৫/২০২৩ইং রোজ মঙ্গলবার হতে ইনস্টিটিউটের সকল কার্যক্রম যথারীতি চালু থাকবে।
উল্লেখ্যঃ আগামী ১৪/০৪/২০২৩ইং রোজ: শুক্রবার শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। উক্ত দিন শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হলো।
নির্দেশক্রমে
মুহাম্মদ মেসবাহ উদ্দিন
প্রধান শিক্ষক