![]() |
এস. এ. চৌধুরী ইনস্টিটিউটএকটি আদর্শ আধুনিক ইসলামিক কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
গুলআহম্মদ, মছজিদ্দা (৪৩১৪), সীতাকুণ্ড, চট্টগ্রাম। 01794769999 |
---|

সূত্রঃ | তারিখঃ |
---|
জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী এস. এ. চৌধুরী ইনস্টিটিউট এর অধীনে পরিচালিত (হিফয বিভাগের জন্য) আবুবকর সিদ্দীক (রা:) হিফযুল কুরআন মাদ্রাসায় নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন হিফয বিভাগের জন্য ১(এক) জন হাফেজ উস্তায আবশ্যক।
হিফজের উস্তাযের যেসকল গুণাবলি এবং অভিজ্ঞতা আবশ্যক ঃ
১। পড়াশুনায় অমনোযোগী, পড়তে চায় না, মাদ্রাসায় থাকতে চায়না, মাদ্রাসা পালানোর অভ্যাস আছে, পড়া মুখস্ত করতে পারে না, কিংবা মুখস্ত করলে ইয়াদ থাকে না, হাফেজ হওয়া নিয়ে হতাশ এমন ছাত্রদেরকে উন্নত করার অভিজ্ঞতা, সুন্দর ও বিজ্ঞান সম্মত গবেষণামূলক কলা—কৌশল জানা থাকতে হবে।
২। কোন প্রকার মারামারি ছাড়া পড়ানো, বিশেষ কৌশলে কাঁচা পড়া পাকা করার সুন্দর কৌশল ইত্যাদি জানা থাকতে হবে।
৩। প্রতিযোগী ছাত্র তৈরি করার মন মানষিকতা থাকতে হবে।
৪। আখলাকের ব্যাপারে পূর্ণ নিশ্চয়তা থাকতে হবে।
৫। উস্তাযকে অবশ্যই বিবাহিত হতে হবে এবং বয়স ৩০+ বছর হতে হবে।
৬। প্রতিষ্ঠান এবং এর ছাত্রদের আমানত মনে করে সর্বোচ্চ আমানতদারীতা রক্ষায় আন্তরিক হতে হবে।
৭। এটি একটি সম্পূর্ণ নতুন মাদ্রাসা,কাজেই উস্তাযকে ছাত্র সংগ্রহে মনোযোগী এবং আন্তরিক হতে হবে।
৮। উস্তাযকে মাদ্রাসার প্রতি আন্তরিক এবং মেহনতি হতে হবে।
৯। স্কুলের জেনারেল শিক্ষার্থীদের পার্ট টাইম হিফয পড়ার সুযোগ থাকবে, কাজেই এমন প্রতিষ্ঠানে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
১০। উস্তাযকে মাদ্রাসার পক্ষ থেকে ফ্যামিলি বাসা দেয়া হবে। কাজেই উস্তাযকে অবশ্যই ফ্যামিলি সহ অবস্থান করতে হবে।
বেতন হিফজ:
হুফফফায প্রশিক্ষণ থাকলে ১০০০০—১৫০০০ (আলোচনা সাপেক্ষে)। থাকা এবং খাওয়া মাদ্রাসা কর্তৃপক্ষের।
প্রয়োজনীয় কাগজপত্র সহকারে নিন্মোক্ত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর সর্বশেষ তারিখ ৩১/০৬/২০২৩ ইং
ই—মেইল: sacikumira@gmail.com
বিস্তারিত জানতে — https://saciedu.org/ > https://www.facebook.com/SACI1999
বি:দ্র: ই—মেইলেও আবেদন জমা দেয়া যাবে।
মুহাম্মদ মেসবাহ উদ্দিন
প্রধান শিক্ষক , এস. এ. চৌধুরী ইনস্টিটিউট
কুমিরা,সীতাকুণ্ড, চট্টগ্রাম। মোবাইল ০১৭৯৪৭৬৯৯৯৯
This is System generated,No need to seal and signature.
Powered By Instiute Management Software Solution( ✆ +8801817241707 )