Login.

Loading... |

এস. এ. চৌধুরী ইনস্টিটিউট

একটি আদর্শ আধুনিক ইসলামিক কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ

গুলআহম্মদ, মছজিদ্দা (৪৩১৪), সীতাকুণ্ড, চট্টগ্রাম।

01794769999

এস. এ. চৌধুরী ইনস্টিটিউট

পড় তোমার প্রভূর নামে

মানুষের জীবনের শ্রেষ্ঠ অর্জন হল শিক্ষা । শিক্ষার প্রথম এবং প্রধান কাজ হল পরিবেশের সাথে শিক্ষার্থীর সংগতি বিধান করা । শিক্ষা অর্জনে আনুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য আর আনুষ্ঠানিক শিক্ষা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান তথা বিদ্যালয়ের কোন বিকল্প নেই । তাই এস.এ.চৌধুরী ইনস্টিটিউট  দীর্ঘ দিন ধরে শিক্ষা অর্জনের লক্ষ্যে সে ভূমিকা নিষ্ঠার সাথে পালন করে আসছে । চট্টগ্রামের সীতাকুণ্ডে যে কয়টি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এস.এ.চৌধুরী ইনস্টিটিউট নিঃসন্দেহে তাদের অন্যতম ।

এই বন্দর নগরীর আধুনিক রূপ আজকের সীতাকুণ্ড উপজেলা । আর এই উপজেলার অন্যতম প্রাণ কেন্দ্র কুমিরা ইউনিয়নের ২নং ওয়ার্ড  গোলআহমদের এক মনোরম পরিবেশে এই ইনস্টিটিউটটি অবস্থিত । শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই ইনস্টিটিউটটি শুরু থেকে অগ্রনী ভূমিকা পালন করে আসছে ।

১৯৯৯ সালে জনাব নুরুল আবছার চৌধুরী ও এলাকার গণ্যমান্য উদ্দ্যোগের সাথে জনাব নুরুল আবছার চৌধুরীর আর্থিক সহযোগিতায় এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয় । এই অঞ্চলের শিক্ষার্থীরা এই ইনস্টিটিউটটে শিক্ষা গ্রহণ করে আলোক বর্তিকা হস্তে শিক্ষার আলো সমাজে বিকিরণ করেছেন । ইনস্টিটিউটটি প্রতিষ্ঠার কয়েক বছর পরে উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয় । 

১৯৯৯ সালে যখন এই শিখা প্রতিষ্ঠানটি প্রথম চালু হয় তখন এটি প্লে গ্রুপ হতে ৫ম শ্রেণি পর্যন্ত ছিল । পরে প্রতিষ্ঠানটিকে পর্যায়ক্রমে অষ্টম শ্রেণিতে উন্নীত করা হয় । বর্তমানে প্রতিষ্ঠানটি দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়।

স্থাপিত ১৯৯৯
সময় সকাল ৯:৩০ থেকে বিকাল ৪:৩০
ফোন 01794769999
ইমেইল sacikumira@gmail.com
ঠিকানা গুলআহম্মদ, মছজিদ্দা (৪৩১৪), সীতাকুণ্ড, চট্টগ্রাম।

Founder & President বার্তা -

আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয় একান্তভাবেই জরুরী ৷ অত্র প্রতিষ্ঠান বিগত দেড় যুগ যাবৎ দ্বীন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিশুর বয়স সামর্থ ও অভিরুচি বিবেচনা পূর্বক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী কতৃক রচিত নিজস্ব সিলেবাসের মাধ্যমে পাঠদান করে আসছে। তাই আপনার সন্তানদের অত্র প্রতিষ্ঠানে পাঠিয়ে আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ার সুযোগ গ্রহণ করুন। আসুন ব্রিটিশ প্রবর্তিত দ্বিতাত্ববিক শিক্ষা ব্যবস্থা পরিহার করে নৈতিক ও আদর্শিক গুণাবলী সম্পন্ন যুগপোযোগী শিক্ষায় আমাদের সন্তানকে শিক্ষিত করে তুলি । এ গুরুদায়িতৃ পালনই আমাদের অঙ্গীকার ৷ 

জনাব নুরুল আবছার চৌধুরী

প্রতিষ্ঠাতা

এস.এ. চৌধুরী ইনস্টিটিউট

প্রতিষ্ঠান প্রধানের বার্তা -

slider_img

প্রিয় সুধি,

আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

একবিংশ শতাব্দী নিয়ে আসছে এক আধুনিক চ্যালেঞ্জ। এ নতুন শতাব্দীর সূচনালগ্নে আমাদের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। এ ব্রত নিয়ে দীর্ঘ দেড় যুগ পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে এস. এ. চৌধুরী ইনস্টিটিউট ৷ প্রত্যেক পিতা মাতা চায় তার সন্তান নৈতিক গুণাবলী সম্পন্ন আধুনিক শিক্ষায় শিক্ষিত হউক ৷ যা প্রচলিত ধারার সাধারণ শিক্ষা ব্যবস্থা দ্বারা যথাযথভাবে পূরণ করা সম্ভব নয়। তাই আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয় একান্তভাবেই জরুরী ৷ অত্র প্রতিষ্ঠান বিগত দেড় যুগ যাবৎ দ্বীন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিশুর বয়স সামর্থ ও অভিরুচি বিবেচনা পূর্বক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী কতৃক রচিত নিজস্ব সিলেবাসের মাধ্যমে পাঠদান করে আসছে। তাই আপনার সন্তানদের অত্র প্রতিষ্ঠানে পাঠিয়ে আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ার সুযোগ গ্রহণ করুন। আসুন ব্রিটিশ প্রবর্তিত দ্বিতাত্ববিক শিক্ষা ব্যবস্থা পরিহার করে নৈতিক ও আদর্শিক গুণাবলী সম্পন্ন যুগপোযোগী শিক্ষায় আমাদের সন্তানকে শিক্ষিত করে তুলি । এ গুরুদায়িতৃ পালনই আমাদের অঙ্গীকার ৷ উল্লেখ্য যে, বিদ্যালয়টি পর্যায়ক্রমে দ্বাদশ শেণি পর্যন্ত বর্ধিতকরণের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এই দায়িত্ব পালনে করুণাময়ের অসীম রহমত এবং আপনাদের সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছি।

অধ্যক্ষ

এস.এ. চৌধুরী ইনস্টিটিউট 

01837159400


হেল্পলাইন