প্রতিষ্ঠাতার বার্তা
আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয় একান্তভাবেই জরুরী ৷ অত্র প্রতিষ্ঠান বিগত দেড় যুগ যাবৎ দ্বীন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিশুর বয়স সামর্থ ও অভিরুচি বিবেচনা পূর্বক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী কতৃক রচিত নিজস্ব সিলেবাসের মাধ্যমে পাঠদান করে আসছে। তাই আপনার সন্তানদের অত্র প্রতিষ্ঠানে পাঠিয়ে আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ার সুযোগ গ্রহণ করুন। আসুন ব্রিটিশ প্রবর্তিত দ্বিতাত্ববিক শিক্ষা ব্যবস্থা পরিহার করে নৈতিক ও আদর্শিক গুণাবলী সম্পন্ন যুগপোযোগী শিক্ষায় আমাদের সন্তানকে শিক্ষিত করে তুলি । এ গুরুদায়িতৃ পালনই আমাদের অঙ্গীকার ৷
জনাব নুরুল আবছার চৌধুরী
প্রতিষ্ঠাতা
এস.এ. চৌধুরী ইনস্টিটিউট