Login.

Loading... |

এস. এ. চৌধুরী ইনস্টিটিউট

একটি আদর্শ আধুনিক ইসলামিক কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ

গুলআহম্মদ, মছজিদ্দা (৪৩১৪), সীতাকুণ্ড, চট্টগ্রাম।

01794769999

প্রতিষ্ঠানের ইতিহাস

মানুষের জীবনের শ্রেষ্ঠ অর্জন হল শিক্ষা । শিক্ষার প্রথম এবং প্রধান কাজ হল পরিবেশের সাথে শিক্ষার্থীর সংগতি বিধান করা । শিক্ষা অর্জনে আনুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য আর আনুষ্ঠানিক শিক্ষা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান তথা বিদ্যালয়ের কোন বিকল্প নেই । তাই এস.এ.চৌধুরী ইনস্টিটিউট  দীর্ঘ দিন ধরে শিক্ষা অর্জনের লক্ষ্যে সে ভূমিকা নিষ্ঠার সাথে পালন করে আসছে । চট্টগ্রামের সীতাকুণ্ডে যে কয়টি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এস.এ.চৌধুরী ইনস্টিটিউট নিঃসন্দেহে তাদের অন্যতম ।

এই বন্দর নগরীর আধুনিক রূপ আজকের সীতাকুণ্ড উপজেলা । আর এই উপজেলার অন্যতম প্রাণ কেন্দ্র কুমিরা ইউনিয়নের ২নং ওয়ার্ড  গোলআহমদের এক মনোরম পরিবেশে এই ইনস্টিটিউটটি অবস্থিত । শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই ইনস্টিটিউটটি শুরু থেকে অগ্রনী ভূমিকা পালন করে আসছে ।

১৯৯৯ সালে জনাব নুরুল আবছার চৌধুরী ও এলাকার গণ্যমান্য উদ্দ্যোগের সাথে জনাব নুরুল আবছার চৌধুরীর আর্থিক সহযোগিতায় এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয় । এই অঞ্চলের শিক্ষার্থীরা এই ইনস্টিটিউটটে শিক্ষা গ্রহণ করে আলোক বর্তিকা হস্তে শিক্ষার আলো সমাজে বিকিরণ করেছেন । ইনস্টিটিউটটি প্রতিষ্ঠার কয়েক বছর পরে উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয় । 

১৯৯৯ সালে যখন এই শিখা প্রতিষ্ঠানটি প্রথম চালু হয় তখন এটি প্লে গ্রুপ হতে ৫ম শ্রেণি পর্যন্ত ছিল । পরে প্রতিষ্ঠানটিকে পর্যায়ক্রমে অষ্টম শ্রেণিতে উন্নীত করা হয় । বর্তমানে প্রতিষ্ঠানটি দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়।


হেল্পলাইন